AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে শাহরিয়ার জামান ও সাজ্জাদ


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৭:৩২ পিএম, ১ আগস্ট, ২০২৫

মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে শাহরিয়ার জামান ও সাজ্জাদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিপিএস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: রবিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক: অনন্য তালুকদার ও ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক: তৌকির আহমেদ তুষার, সহ-অর্থ সম্পাদক: শিলা আক্তার শিথী, দপ্তর সম্পাদক: মো. হাসনাইন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক: মাহমুদ ও মলি রানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নাইম হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাজনুবা ও কৃতীময় রায়, প্রশিক্ষণ ও সেমিনার সম্পাদক: সৌরভ দেবনাথ, সহ-প্রশিক্ষণ ও সেমিনার সম্পাদক: আশফাকুর, তাহের ও অনুপম দাস, জনসংযোগ সম্পাদক: মো. রাহাত, কনটেন্ট ডেভেলপার: নাইমুর রহমান, ফটোওয়ার্ক সংগঠক: শাফিন, লিড অফ লজিস্টিক: আল আমিন এবং সদস্য সচিব: মেহেরুন নেছা। এছাড়াও ২৯ জন কার্যকরী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার জামান বলেন, “আজকের এই চিত্রময় পৃথিবীতে ফটোগ্রাফি শুধু শখ নয়—এটি একধরনের শিল্প, আত্মপ্রকাশের মাধ্যম। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছেন যারা ছবি তুলতে ভালোবাসেন, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে গল্প বলতে চান, মুহূর্ত ধরে রাখতে চান। অথচ সঠিক প্ল্যাটফর্ম বা দিকনির্দেশনার অভাবে অনেকেই সেই আগ্রহ হারিয়ে ফেলেন। আমরা তাদের খুঁজে বের করে ক্লাবের মাধ্যমে উৎসাহিত করতে চাই।”

সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, “ছবি তুলতে কে না ভালোবাসে? প্রতিটি ছবির পেছনে থাকে একটি গল্প—প্রাণবন্ত, হাস্যরসাত্মক কিংবা হৃদয়স্পর্শী। ছবির সেই গল্পগুলোই তুলে ধরাই হবে মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির মূল লক্ষ্য। আমরা ক্ষুদে ফটোগ্রাফারদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাই।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!