ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালিকচ্ছ বর্ডার বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তফা কামালকে পরিকল্পিতভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ যেন দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে—এ দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে বাড়ির সামনের সড়কে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে বর্ডার বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন—আবু বক্কর সিদ্দিক, অহিদুজ্জামান লস্কর অপু, সাত্তার মেম্বার, হোসেন মিয়া, সাইফুল ইসলাম, জামাল মিয়া, উমেদ আলী, অন্তর প্রমুখ।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে