জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে অসংখ্য ডকুমেন্টারি তৈরি হচ্ছে। যেখানে ১৯৭১ সালের ইতিহাসে হাতে গোনা কয়েকটি প্রামাণ্যচিত্র ছিল, সেখানে এখন জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন কাজ আসছে।”
তিনি জানান, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও অংশগ্রহণকে ঘিরে ডকুমেন্টারি তৈরি করছে। “গণ-অভ্যুত্থান কীভাবে ছড়িয়ে পড়েছিল, ছাত্ররা কীভাবে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করেছে—এই বাস্তবতাগুলোই উঠে আসছে প্রতিটি নির্মাণে,” বলেন তিনি।
প্রেস সচিব আরও বলেন, “বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক আধিপত্যের যে প্রভাব, সেটিকে চিরতরে নিরস্ত করার কৌশল নিয়ে এখন সবাই ভাবছে। সাংস্কৃতিক মুক্তির এই ধারা টিকিয়ে রাখতে হবে।”
একুশে সংবাদ/স.ট/এ.জে