AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসাদের বাবার সমাধিতে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫২ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪
আসাদের বাবার সমাধিতে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিল

সিরিয়ার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা এবং দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা।বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ এলাকাটি আসাদ পরিবারের পূর্বপুরুষের গ্রাম। সেখানেই ছিল হাফেজ আল আসাদের সমাধি। এই সমাধিস্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে।

সংবাদ সংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের পতাকা হাতে নিয়ে সমাধিস্থলের পুড়ে যাওয়া অংশে দাঁড়িয়ে ছবি তুলছে। সেখানে একটি কফিনসহ সমাধির অংশগুলোকে জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই কফিনটি হাফেজ আল আসাদের।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আসাদ পরিবারের এই সমাধি কমপ্লেক্সে আগুন ধরিয়েছে। এটি আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 

একুশে সংবাদ/ এস কে
 
 

Link copied!