ফিলিস্তিনের দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী গায়িকা দালাল আবু আমনেহ। সোমবার (১৬ অক্টোবর) রাতে ইসরায়েলের বিখ্যাত নাজারেথ শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার সমর্থনে পোস্ট করার পর যুদ্ধে উসকানি দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হইয়েছে।
আমনেহের আইনজীবীরা সংবাদ মাধ্যম আরব ৪৮-কে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তার আটকের মেয়াদ বাড়ানোর কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।
অ্যামনেহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্ট গাজায় কাজ করা দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত ছিল। তিনি লিখেন, `স্রষ্টা, আমাকে সাহায্য ও করুণা দিন` এবং `সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।`
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, আবু আমনেহ দুই সন্তানের মা। এর আগে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন।
তিনি একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে তার দেশাত্মবোধক গান `এহনে ফ্লেস্টিনিয়া` ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :