দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শুরু করা অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। সেই কারণে আপাতত কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দাবিগুলো বাস্তবায়নের অগ্রগতি না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
প্রসঙ্গত, সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
এর আগে একই দাবিতে শনিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত হন। ওই ঘটনার পর থেকে শিক্ষকদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

