শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে আব্দুল খালেক (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নাজিম (৫) নামে এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হালুয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে, আর আহত নাজিম একই গ্রামের রুবেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল খালেক হালুয়াহাটি এলাকা থেকে কাঠবোঝাই ভ্যান নিয়ে ফিরছিলেন। রাস্তাটি পাহাড়ি, উঁচু-নিচু ও খানাখন্দে ভরা হওয়ায় হঠাৎ ভ্যানটি উল্টে পাশের খেতে পড়ে যায়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজিম বলেন, “ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

