AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৯ এএম, ৮ নভেম্বর, ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

তুর্কি আদালতের এই পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ জোট ফ্লোটিলা–এর সাহায্যবাহী বহর আটকানোর ঘটনাকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, “এটি প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক প্রচারণা মাত্র। তিনি তুরস্কের বিচারব্যবস্থাকে বিরোধীদের দমন ও সমালোচকদের কারাবন্দি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।”

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজায় গণহত্যার মামলায় গত বছর তুরস্কও বাদিপক্ষে নাম অন্তর্ভুক্ত করে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এমন পদক্ষেপ নিল আঙ্কারা।

গাজা শাসনকারী গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে হামাস নেতৃত্ব জানায়, “গাজা ইস্যুতে তুরস্ক ও এর নেতৃত্বের অবস্থান ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক।”

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!