সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে দেখা দিয়েছে ব্যাপক অচলাবস্থা। শুক্রবার (৭ নভেম্বর) একদিনে দেশজুড়ে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিবিসি জানায়, সরকারি তহবিল স্থগিত থাকায় ফেডারেল সংস্থাগুলোর কর্মীসংকট এই বিপর্যয়ের মূল কারণ।
নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহৎ বিমানবন্দরে শুক্রবার থেকে ফ্লাইট সংখ্যা সীমিত করা হয়েছে। এতে বিমান নিয়ন্ত্রণকর্মীসহ (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) ফেডারেল কর্মীদের ওপর চাপ কমানোর চেষ্টা চলছে। এদের অনেকে বেতন বন্ধ থাকায় টানা কাজ করতে পারছেন না।
খবরে বলা হয়, অনেক কর্মী ‘অসুস্থতার ছুটি’ নিয়ে কাজে অনুপস্থিত থাকছেন, আবার কেউ কেউ বিকল্প জীবিকার খোঁজে অন্য পেশায় যুক্ত হয়েছেন।
এ অবস্থায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি পদক্ষেপ হিসেবে ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে ৪ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজন হলে আগামী সপ্তাহে তা ১০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে।
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এই সিদ্ধান্তে।
এফএএ এক বিবৃতিতে জানায়, বিমান নিয়ন্ত্রণকর্মীরা ক্লান্তি ও মানসিক চাপের মধ্যেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত রাখতে সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

