AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
১০:০৭ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ বিভিন্ন অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “হাইওয়ে সুইটস নামের প্রতিষ্ঠানের মিষ্টির শিরায় ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে থাকতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে পণ্যের মোড়কবিধি লঙ্ঘনের দায়ে মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামের দোকানকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নিউ প্রিন্স হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!