ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে জ্যামাইকা অতিক্রমের পর শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ এখন কিউবার দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বাতাসের বেগ ঘণ্টায় প্রায় ১২৫ মাইল (প্রায় ২০০ কিলোমিটার)।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঝড়টি জ্যামাইকার নিউ হোপ শহরে আঘাত হানে। তখন এর বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ মাইল বা ৩০০ কিলোমিটার। জ্যামাইকার বিভিন্ন অঞ্চলে ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে বন্যা সতর্কতা; বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তবে আগাম প্রস্তুতির কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে, মেলিসার অগ্রগতির কারণে কিউবায় ইতোমধ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ৮ লাখ মানুষকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্বীপটিতে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাতও।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কিউবা অতিক্রমের পর মেলিসা ধীরে ধীরে দুর্বল হয়ে বাহামার দিকে অগ্রসর হবে। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

