AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি’র ওয়াশ ফাইন্যান্সিং কর্মশালা কক্সবাজারে


Ekushey Sangbad
একুশে সংবাদ অনলাইন ডেস্ক
০৫:০৪ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি’র ওয়াশ ফাইন্যান্সিং কর্মশালা কক্সবাজারে

ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে অর্থায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দেশের প্রথম ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন (ডব্লিউএসএস) ওয়ার্কশপ আয়োজন করেছে।

৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল ওয়াশ ফাইন্যান্সিং উদ্যোগের অগ্রগতি, নিরাপদ পানি ও স্যানিটেশন সহজলভ্য করার উদ্ভাবনী কৌশল, এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ব্যাংকিং অবদান।

২০২৪ সালের জুন মাসে ব্র্যাক ব্যাংক, ওয়াটার ডট ওআরজির সহযোগিতায়, বাংলাদেশে প্রথমবারের মতো পানি ও স্যানিটেশন খাতে আনুষ্ঠানিক অর্থায়ন চালু করে। ব্যাংকটি এরপর ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ওয়াশ সুবিধা নিশ্চিত করতে অর্থায়ন প্রদান করে আসছে।

কর্মশালায় প্যানেল ডিসকাশনে অংশ নেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও এম. মাসুদ রানা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. সাব্বির হোসেন। ওয়াটার ডট ওআরজির পক্ষে অংশ নেন দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক সাজিদ অমিত।

কর্মশালায় প্রশিক্ষণ সেশন, এসএমই লিডারদের দিকনির্দেশনামূলক আলোচনা এবং অংশগ্রহণমূলক কুইজের আয়োজন করা হয়। বিশেষ অবদানের স্বীকৃতিতে ছোট ও মাঝারি ব্যবসা এবং মাইক্রোফাইন্যান্স বিভাগের শীর্ষ পারফর্মারদের সম্মাননা প্রদান করা হয়।

ওয়াটার ডট ওআরজি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা বিশ্বব্যাপী পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করে। কর্মশালায় সংস্থার বৈশ্বিক অভিজ্ঞতা, ডব্লিউএসএস প্রকল্পের প্রভাব সম্পর্কিত কেস স্টাডি এবং উদ্ভাবনী অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “পরিষ্কার পানি ও স্যানিটেশন কেবল একটি মৌলিক মানবাধিকার নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি। ওয়াটার ডট ওআরজির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং মডেল গড়ে তুলতে চাই, যা বাংলাদেশের মানুষের জীবনমান ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।”

একুশে সংবাদ // র.ন

Link copied!