বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিচের দিকে সংশোধন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত আইএমএফের সর্বশেষ *ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক* প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৯ শতাংশ, যা গত জুনের পূর্বাভাসের তুলনায় কম। তিন মাস আগে আইএমএফ এই হার ৫ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছিল।
যদিও প্রতিষ্ঠানটি পূর্বাভাস কমিয়েছে, তবু চলতি অর্থবছরে অর্থনীতির ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা। অন্যদিকে, অন্তর্বর্তী সরকার এ বছরের প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর বৈশ্বিক অর্থনীতির গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। আইএমএফ ধারণা করছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার বাড়তে বাড়তে ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।
এ ছাড়াও, আইএমএফ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ৮ দশমিক ৭ শতাংশে—যা গত অর্থবছরের ১০ শতাংশের তুলনায় কিছুটা কম।
অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, বৈদেশিক মুদ্রার চাপ ও আমদানি নিয়ন্ত্রণের প্রভাব এখনও অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা হিসেবে কাজ করছে। তবে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে প্রবৃদ্ধি আরও বাড়তে পারে বলে তারা আশা করছেন।
একুশে সংবাদ // র.ন