চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে বাংলাদেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার করে বৈদেশিক মুদ্রা।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
এর আগে আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
ব্যাংকিং খাতের কর্মকর্তারা জানান, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় হার প্রবাসীদের ব্যাংকিং মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। ফলে টানা কয়েক মাস ধরেই রেমিট্যান্স আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
তাদের মতে, সরকারের নতুন নীতি ও বৈদেশিক আয়ের প্রণোদনা অব্যাহত থাকলে এ ধারা আগামী মাসগুলোতেও স্থিতিশীল থাকতে পারে।
একুশে সংবাদ/এ.জে