সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করা হয়। এনবিআর সূত্র জানায়, কর ফাঁকি বা আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআর। ফলে এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংকে তার মোট তিনটি লকার জব্দ হলো।
একুশে সংবাদ/য.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

