AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় খামারী অ্যাপের মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন



পত্নীতলায় খামারী অ্যাপের মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন

নওগাঁর পত্নীতলায় খামারী অ্যাপ ব্যবহার করে রোপা আমনের জমিতে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন করেন কৃষিবিদ মোছা: হোমায়রা মন্ডল, উপ-পরিচালক, ডিএই, নওগাঁ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় পাটিচরা ইউনিয়নের গাহন মাঠে আয়োজিত ট্রায়াল প্লটে উপস্থিত কৃষকদের অ্যাপ ব্যবহার করে সারের সঠিক প্রয়োগ বিষয়ে উদ্বুদ্ধ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, নওগাঁ; মোঃ মেহেদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ডিএই, নওগাঁ; মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার, পত্নীতলা; মোঃ হাইমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার, পত্নীতলা; এবং মশিউর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, পত্নীতলা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ‘খামারী অ্যাপ’ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক উদ্ভাবিত একটি অ্যাপ, যা ব্যবহার করে কৃষকগণ জমিতে দাঁড়িয়ে নির্ধারিত ফসলের জন্য কতটুকু সার প্রয়োজন, সে সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে ফসলের চাহিদা অনুযায়ী সার সুপারিশ করা সম্ভব, ফলে অতিরিক্ত ও অযৌক্তিক সার প্রয়োগ কমানো যাবে। এর ফলে উৎপাদন খরচ কমবে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাটির উর্বরতা বজায় থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!