দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে দাঁতমারা ইউনিয়নের রাবার বাগান ইউনুছিয়া মাদরাসার মিলনায়তনে মাওলানা ক্বারী আবু সাঈদের সভাপতিত্বে এ কাউন্সিল শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও উপজেলা আমীর আল্লামা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী। প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উত্তর জোনের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক মাওলানা মুহাম্মদ জুনায়েদ বিন জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু তালেব ভূজপুরী, উপজেলা যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদ শাহ, মুফতি শওকত বিন হানিফ, ফটিকছড়ি উত্তর জোনের সাধারণ সম্পাদক মুফতি নোমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু মাকনুন মোহাম্মদ বাবুনগরী, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা এরশাদ বিন জালাল, ছাত্রনেতা তারেকুল ইসলাম ও মেরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা দেলাওয়ার হোসেন, হাফেজ মাওলানা শফিউল আলম আজিজী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সোলায়মান, মাওলানা ইউনুছ আমিনী, মুফতি হাবিবুল্লাহ আজিজী, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মুফতি আবু ইউসুফ, মাওলানা জুনায়েদ বেতুয়াবী, মাওলানা এমদাদ বেতুয়াবী ও মাওলানা ফরিদুল আলম আমিনী।
কাউন্সিলে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ক্বারী আবু সাঈদ। সিনিয়র সহসভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সহসভাপতি হাফেজ মাওলানা শফিউল আলম আজিজী, মাওলানা ইউনুস আমিনী ও মাওলানা তাজুল ইসলাম। সেক্রেটারি হয়েছেন মাওলানা আবুল হোসাইন এবং সহ-সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ আজিজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ইমাম উদ্দিন আজিজী ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল আলম আমিনী।
অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুল জব্বার আজিজী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জুনায়েদ বিন বদিউল আলম, প্রচার সম্পাদক হাফেজ মনসুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা ইউসুফ মেখলী এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মাওলানা ইসমাইল।
ঘোষিত আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে