ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির আসন্ন আসরে দলে পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
৪০ হাজার ডলারের ভিত্তি মূল্য থেকে সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস। অন্যদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
প্রথম আসরের নিলামে শুরুতে দল না পেলেও পরে নতুনভাবে বিডিং শুরু হলে মুকেশ আম্বানির মালিকানাধীন এমআই এমিরেটস সাকিবকে দলে ভেড়ায়। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি মঞ্চে নামতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, সাকিবের দ্বিগুণ দামে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের পর এটি হবে তার দ্বিতীয় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
এদিকে, আগেই দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তি হওয়ায় নিলামে অংশ না নিয়েই দলে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
তবে সবাই ভাগ্যবান হননি। অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ১ লাখ ২০ হাজার ডলারের ভিত্তিমূল্যে নামলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহ দেখায়নি।
একুশে সংবাদ/এ.জে