হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (১ অক্টোবর) গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলন কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাজীপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মো. খায়রুল হাসান উপজেলার বক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় ইউনিয়নের স্থানীয় জামায়াত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম বক্তারপুর, জাঙ্গালিয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরশাদী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করে কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, কোনো নিরাপত্তা সমস্যা হলে তাৎক্ষণিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র ভজন বলেন, এবছর শংকাহীনভাবে উপজেলার ৪২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
একুশে সংবাদ/এ.জে