বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন পর শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল শিকদারের আয়োজনে বাশতলা বাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুকুল গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরিফুল ফকির। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নয়ন মল্লিক।
সভাপতি মোঃ মুকুল গাজী দায়িত্ব পাওয়ার পর বলেন, “জেলা শ্রমিক দলের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। নতুন কমিটির মাধ্যমে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল হবে।”
সাধারণ সম্পাদক শরিফুল ফকির বলেন, “শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবার মতামত নিয়েই আমরা এগিয়ে যাব।”
সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন মল্লিক জানান, “সম্মিলিতভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। নতুন কমিটি সংগঠনকে শক্তিশালী করবে।”
এসময় অনুষ্ঠানে উপস্তিত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলী সুমন, বিএনপি নেতা মোঃ জাহিদ শেখ, যুবদল নেতা মোঃ মামুন ফকির, বিএনপি নেতা মোঃ নওশের শেখ, ছাত্রদল নেতা মোঃ পারভেজ খানসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুমোদিত নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের অধিকার আদায়ে তারা সর্বদা মাঠে থেকে কাজ করবেন।
একুশে সংবাদ/বা.নি/এ.জে