অবরুদ্ধ গাজার উদ্দেশে ত্রাণবাহী যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো একে একে আটক করছে ইসরায়েল। এর আগে বহরটি থামাতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কাতারভিত্তিক আল জাজিরার সরাসরি সম্প্রচারে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, তাদের জাহাজগুলোকে কোনো বৈধ কারণ ছাড়াই আটকে দেওয়া হচ্ছে। তারা আরও জানায়, জাহাজে বসানো ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি সেনারা জাহাজে প্রবেশ করেছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, আরেক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ অভিযোগ করে, বুধবার ফিলিস্তিন উপকূলের কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি জাহাজগুলো তাদের দু’টি জাহাজকে ঘিরে ফেলে এবং ‘বিপজ্জনক ও ভীতিপ্রদ কৌশল’ ব্যবহার করে।
তাদের দাবি, দ্রুত অগ্রসর হওয়া দুই যুদ্ধজাহাজ ফ্লোটিলার আলমা ও সিরিয়াস নামের নৌযানকে ঘিরে ফেলায় যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে।
ফ্লোটিলার বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই আক্রমণাত্মক পদক্ষেপে ৪০টিরও বেশি দেশের সাধারণ বেসামরিক স্বেচ্ছাসেবীরা গুরুতর ঝুঁকির মুখে পড়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

