দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সংস্থা ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। দীর্ঘ প্রতীক্ষিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ২১ নম্বর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনার ফরিদপুরের ছেলে এস এম তানিম হাসান।
এস এম তানিম হাসানের বাড়ি উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে। কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহসভাপতি।
নির্বাচন প্রসঙ্গে এস এম তানিম বলেন, "এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা আমার জন্য গর্বের। আমাকে মনোনীত করায় দলের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার সম্মানিত শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও আমার হলের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ ও সমর্থনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সব সময় সামাজিক উন্নয়নমূলক কাজকর্মে নিজেকে জড়াতে চেয়েছি। এবার নির্বাচিত হতে পারলে সেই সুযোগটা আরেকটু বিস্তৃত পরিসরে পাব। আমি সবার কাছে দোয়া প্রার্থী।"
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এস এম তানিম হাসান স্থানীয়ভাবে একজন সদালাপী, বন্ধুবাৎসল ও সামাজিক কাজে আগ্রহী তরুণ হিসেবে পরিচিত। তার প্রার্থীতায় এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা বিরাজ করছে।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে