AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি সংখ্যালঘু কথায় বিশ্বাস করে না : মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১১:২৬ পিএম, ১ অক্টোবর, ২০২৫

বিএনপি সংখ্যালঘু কথায় বিশ্বাস করে না : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করেনা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি। আমরা সবাই সমান। 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, ফ্যাসিবাদ দূর হবার পর আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এ দেশের দরিদ্র মানুযের ওপর শোষণ থেকে তাদের মুক্ত করার জন্য । 

তিনি আরও বলেন, শারদীয় দূর্গা পূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দূর্গা আসেন পৃথিবীতে এক বছরের পাপ জঞ্জাল দূর করে দেয়ার জন্য। তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে। তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।


একুশে সংবাদ/এ.জে

Link copied!