পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিশেষ আবহাওয়া বার্তা (নম্বর–৩) প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি অবস্থান করছিল— চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে ।
সিস্টেমটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমি ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বেগবান হচ্ছে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে যাতে অল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সে বিষয়ে জেলেদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

