দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গোবিন্দগুনিয়া সুইচ খাল থেকে ৬নং ব্রিজ পর্যন্ত জিকে খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ১৯টি চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং রেণু পোনা ধ্বংস করে, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সরকার দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণ সহযোগিতা করলে অবৈধ জাল পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, এসব জাল ধ্বংসের ফলে নদী, খাল, বিল ও জলাশয়ে মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে