মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাজিন্দা হঠাৎ পাড়া গ্রামে এক ১৯ বছর বয়সী প্রেমিকা মোছা রজনী দুই বছর ধরে প্রেমের সম্পর্কের শেষপর্যায়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে অনশন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক মো. আল আমিন (২২) তার সঙ্গে বিয়ে করতে রাজি না হওয়ায় রজনী আজ বিকেলে আল আমিনের বাড়িতে আসেন এবং আত্মহত্যার হুমকি দেন। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে