আট বছরের বিরতির পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হন।
সভাপতি পদে মির্জা ফয়সল আমিন একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ভোটাভুটিতে পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে জয়লাভ করেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন ২৯১ ভোট ও ওবায়দুল্লাহ মাসুদ ১৬৬ ভোট পান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির নির্বাচন কমিশনার বদিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও অন্যান্য ৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলে ভোট গ্রহণ মূলত নির্বাচিতদের মধ্যে সীমাবদ্ধ হয়। জেলা বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ কাউন্সিলর ভোট প্রদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, পূর্বের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে, যেখানে মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

