যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরিপ্রার্থী অপহরণ মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে হল থেকে বের করতে বাধা দেওয়ার ঘটনায় চারজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের স্নাতক অধ্যয়নরত মোহাম্মদ রাফি (অপহরণ মামলার আসামি, শিক্ষাবর্ষ ২০২০-২১), একই বিভাগের শিক্ষার্থী আল মামুন ফরহাদ (শিক্ষাবর্ষ ২০২০-২১), তুষার ইমরান (শিক্ষাবর্ষ ২০২০-২১) এবং কাবিরুল (শিক্ষাবর্ষ ২০২২-২৩)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লিফট অপারেটর পদে চাকরিপ্রার্থী এক অপহরণ মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে হল থেকে বের করে দিতে গেলে তাকে রক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীরা বাধা প্রদান করেন। নানান রকম হুমকি প্রদান করে। এ ঘটনায় আরও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সকল স্বৈরাচারের দোসর ও তাদের অপরাধ অনুসারে ধারাবাহিকভাবে বিচারের আওতায় আনা হবে। এক্ষেত্রে বিচারে বাধা বা কেউ পুনর্বাসনমূলক আচরণ করলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে