মৌলভীবাজারের বড়লেখায় সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে ভোরে কয়েকজন চোর প্রবেশ করে। তারা সেখানে থাকা ৩টি সিএনজি অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করলে স্বপন আহমদ খান চিৎকার করেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে চোরদের আটক করে মারধর করা হয়।
নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। গুরুতর আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহত জাহাঙ্গীর আলমকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সিএনজি অটোরিকশা চুরির সময় দুইজনকে স্থানীয়রা ধরে মারধর করেছেন। এতে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে