আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের কোম্পানি সদর দপ্তরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পিটি, ড্রিল, অস্ত্রের ব্যবহার, দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক সদন চাকমা, বিভিএম এর নির্দেশনায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখা, দাঙ্গা নিরসন এবং জনগণের জানমাল রক্ষায় আনসার ব্যাটালিয়ন দৃঢ় ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম, বিএইচএম মোঃ মঞ্জুর রহমানসহ বিভিন্ন পদবীর আনসার সদস্যরা।
একুশে সংবাদ/প.প্র/এ.জে