মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীর বহিষ্কারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার বিকালে যশোর–মাগুরা সড়কের আড়পাড়া বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় নয়ন মুন্সীর সমর্থকরা স্লোগান দেন— “অবৈধ বহিষ্কার মানি না, মানবো না”, “সিন্ডিকেট বহিষ্কার মানি না, মানবো না”।
অন্যদিকে, বহিষ্কারের পক্ষে থাকা গ্রুপটি স্লোগান দেয়— “জিয়ার সৈনিক এক হও, দেশ গড়ো”, “তারেক জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, চূড়ান্ত”।
এতে শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে হাজারও যুবদল নেতা-কর্মী অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শালিখা থানা পুলিশের একটি টিম সতর্ক অবস্থানে ছিল।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে