AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরাল পাগল আর নেই



রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরাল পাগল আর নেই

রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের আধ্যাত্মিক সাধক ও পীর মো. নুরুল হক ওরফে নুরাল পাগল (৮৫) ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)

মরহুম নুরুল হক ওরফে নুরাল পাগল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হাতেম মোল্লার ছেলে। তিনি বাবা-মায়ের চার সন্তানের মধ্যে কনিষ্ঠ ছিলেন। কৈশোর থেকেই তিনি মাটির বদনা বাজিয়ে গান-বাজনার মাধ্যমে ভক্তদের আকর্ষণ করতেন।

পরবর্তী সময়ে তিনি আধ্যাত্মিক চর্চা ও দ্বীনি দাওয়াতের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। বিশেষ করে তিনি শেষ নবী ইমাম মেহেদী (রাঃ)-এর দ্বীন প্রচারে জীবন উৎসর্গ করেন।

জীবনের বেশিরভাগ সময় তিনি গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাক দরবার শরীফে অবস্থান করে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার মৃত্যুতে গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বাদ যোহর পাক দরবার শরীফ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্থানীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও হাজার হাজার ভক্ত-অনুসারী। জানাজা শেষে তাকে দরবার শরীফের পূর্বনির্ধারিত স্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, এক স্ত্রীসহ অসংখ্য ভক্ত ও অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে গোয়ালন্দ পাক দরবার শরীফের ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও অনুসারীরা এটিকে আধ্যাত্মিক জগতের এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!