AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে লালপুরকে হারিয়ে বড়াইগ্রামের জয়


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৮:২৭ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে লালপুরকে হারিয়ে বড়াইগ্রামের জয়

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বে ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে লালপুর উপজেলা দলকে হারিয়ে জয় পেয়েছে বড়াইগ্রাম উপজেলা দল।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নক আউট পর্বের এই খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বড়াইগ্রাম। তবে দ্বিতীয়ার্ধে লালপুর সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ফল না আসায় খেলা ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে ওঠে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল।

গ্যালারিতে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, দুই উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মীসহ কয়েক হাজার দর্শক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এই খেলার মাধ্যমে আমরা যুব সমাজকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে চাই।”
তিনি বড়াইগ্রাম দলের প্রশংসা করে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!