AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছিনতাইয়ের ১৮ দিন পর কোটচাঁদপুরে মটরসাইকেলসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৭:২২ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ছিনতাইয়ের ১৮ দিন পর কোটচাঁদপুরে মটরসাইকেলসহ  ৬ ছিনতাইকারী গ্রেফতার

কোটচাঁদপুর থানার পুলিশ ছিনতাইয়ের ১৮ দিন পর ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মটরসাইকেলসহ ছিনতাই হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২০ আগস্ট ২০২৫ রাতে কোটচাঁদপুরের নারায়নপুর গ্রামের বাবলুর রহমানের মটরসাইকেলটি আটকে লাঠিসোটা ও ধারালো দায়ের ভয় দেখিয়ে ছিনতাই করা হয়। তাদের কাছ থেকে ডায়াং-৫০ মটরসাইকেল, একটি বাটন ফোন ও ৬০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ছাড়া অন্য একজনের কাছ থেকেও কিছু মালামাল ছিনিয়ে নেয়া হয়েছিল। ঘটনা ঘটেছিল নারায়নপুর মাঠের মফিজ ডাক্তারের মেহগনি বাগানের সামনে, সাফদারপুর-খালিশপুর সড়কে।

বাবলুর রহমান কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লা। ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে রবিবার রাতে গোপন সংবাদে মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্স শহরের ওভার ব্রিজ এলাকায় অভিযান চালান।

এই অভিযানে গ্রেফতার করা হয়: মোজাহিদুল ইসলাম (৪১), চুয়াডাঙ্গা জেলার জীবননগর মাধবপুরের আব্দুর রহমানের ছেলে (মানিক), টুটুল শিকদার (৩৫), ঝিনাইদহ শৈলকুপা থানার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে, মোকাদ্দেস হোসেন (৪৫) ।

এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয়: রিপন হোসেন (৩৩), ঝিনাইদহ সদর তেতুল বাড়ীয়ার আবুবক্করের ছেলে ,শাহিন (২৫), ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে, দুলাল শেখ (৪৫), ইবি থানার বেড় বাড়াদী (হরিনারায়নপুর) আফান শেখের ছেলে ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি মটরসাইকেল, নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “থানায় মামলা হওয়ার পর থেকে পুলিশ ঘটনা নিয়ে তৎপর ছিল। তারফলে ১৮ দিন পর ছয়জনকে গ্রেফতার এবং মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। বাকি আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!