রাজশাহীর পুঠিয়া উপজেলায় তরুণ প্রজন্মকে রাজনৈতিক শিক্ষার আলোয় আলোকিত করতে বিএনপির উদ্যোগে একটি রাজনৈতিক শিক্ষালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিএনপির তরুণ প্রজন্মের জন্য এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। স্কুল অফ পলিটিক্স এই প্রতিষ্ঠানকে রাজশাহী জেলা জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।”
সোমবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে এই শিক্ষালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগে ক্যান্সার আক্রান্ত বিএনপির দুই কর্মীকে চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ব্যারিস্টার রেজাউল করিম।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে