AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক দন্ত সেবা কার্যক্রমের উদ্বোধন



রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক দন্ত সেবা কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আধুনিক দন্ত চিকিৎসা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, “বিগত দিনগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক দন্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যাধুনিক দন্ত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রদান করায় এখন থেকে রোগীরা বিশেষায়িত ও মানসম্মত দন্ত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও জানান, দন্ত চিকিৎসা শুধু দাঁতের সমস্যার সমাধানেই সীমাবদ্ধ নয়, বরং মুখগহ্বরের সঠিক যত্নের মাধ্যমে অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং স্থানীয় পর্যায়ে দন্তসেবা আরও সহজলভ্য হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক চিকিৎসা সেবার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক দন্ত চিকিৎসা সেবা চালু হলো। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ রাজধানীতে না গিয়ে এখানেই উন্নতমানের চিকিৎসা সেবা পাবেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত চিকিৎসক ও স্থানীয় জনসাধারণ এ কার্যক্রমের প্রশংসা করেন। তারা জানান, এতদিন দন্ত চিকিৎসার জন্য রোগীদেরকে রাজধানী ঢাকা কিংবা নারায়ণগঞ্জ শহর অথবা স্থানীয় প্রাইভেট হসপিটাল গুলোতে যেতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এখন উপজেলা পর্যায়েই এ সেবা সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।

উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল চেয়ার, এক্স-রে মেশিন, স্কেলার, সার্জিক্যাল যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ, দাঁত তোলা, ফিলিং, স্কেলিংসহ বিভিন্ন জটিল দন্ত সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ কার্যক্রমের ফলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হবে এবং ধীরে ধীরে এ সেবা আরও সম্প্রসারিত হবে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!