AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ ব্যবস্থা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪১ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রাজধানীর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কয়েকটি স্থানে ডাইভারশন দেওয়া হবে। এর আওতায় থাকবে শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী মোড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার গাড়ি এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

এছাড়া আগামীকাল (৯ সেপ্টেম্বর) নির্বাচনকে ঘিরে যানবাহনের চালক ও যাত্রীদের নির্ধারিত ক্রসিংগুলো ও আশপাশের রাস্তা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

একইদিন কমিশনারের স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!