AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে সালিশিতে বিএনপির কেউ গেলেই বহিষ্কার – শেখ ফরিদ আহমেদ মানিক



চাঁদপুরে সালিশিতে বিএনপির কেউ গেলেই বহিষ্কার – শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের কোনো বিএনপি নেতা বা কর্মী যদি সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসব অপরাধে জড়িত, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন।

শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, “আমাদের হাইমচরে অনেক হিন্দু পরিবার আছে। তারা যেন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গাপূজা উৎসব পালন করতে পারেন, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”

সভায় তিনি এ মাসের মধ্যেই বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন এবং হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি দ্রুত গঠনের আহ্বান জানান।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!