AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উদ্ভাবনী গবেষণা আইডিয়া খুঁজছে যবিপ্রবি, শিক্ষার্থীদের ভিডিও জমা দানের আহ্বান



উদ্ভাবনী গবেষণা আইডিয়া খুঁজছে যবিপ্রবি, শিক্ষার্থীদের ভিডিও জমা দানের আহ্বান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আগামী ২৫ জানুয়ারি আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস–২০২৬ উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আওতাধীন সকল বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ভিডিও ক্লিপের মাধ্যমে গবেষণা ধারণা সংগ্রহের কার্যক্রম ঘোষণা করেছে সংশ্লিষ্ট ডিন অফিস।

শনিবার(২২ নভেম্বর ) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানমালায় নির্বাচিত রিসার্চ ইনোভেশন/আইডিয়া উপস্থাপন করা হবে এবং সেরা ধারণাগুলোকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। উপস্থাপিত ভিডিও ক্লিপের সময়সীমা হবে সর্বোচ্চ ১ মিনিট । শিক্ষার্থীরা প্রেজেন্টেশন, স্লাইড, অ্যানিমেশন, মডেল, কম্পিউটার গ্রাফিক্স বা অন্যান্য ভিজ্যুয়াল পদ্ধতি ব্যবহার করে তাদের রিসার্চ ইনোভেশন/আইডিয়া তুলে ধরতে পারবেন। ভিডিওতে উদ্ভাবনের শিরোনামসহ শিক্ষার্থীর নাম, বিভাগ, সেশন এবং রোল নম্বর পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তৈরি করা ভিডিও ক্লিপ dean.bio@just.edu.bd– এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। ই-মেইলে অবশ্যই আবেদনকারীর নাম, বিভাগ, সেশন, রোল নম্বর ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে

 এই বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম জানান, গবেষণা কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীদের নিয়ে খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে। পাশাপাশি যেসব নবীন শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও এখনো কোনো গবেষণামূলক কাজে যুক্ত হয়নি, তাদের জন্যও একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্টার প্রেজেন্টেশন ও ভিডিও ক্লিপ প্রেজেন্টেশনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যা নবীনদের বিজ্ঞানভিত্তিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরের নতুন ধারণা, কনসেপ্ট এবং উদ্ভাবনী প্রয়াস উপস্থাপনের সুযোগ পাবে। তাদের গবেষণামূলক চিন্তা, সমস্যা সমাধানের উপায় এবং প্রযুক্তিগত উদ্ভাবনের আইডিয়াগুলো ভবিষ্যতের প্রকল্প বাস্তবায়নে সহায়ক হতে পারে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দেওয়া এসব আইডিয়া মূল্যায়ন করা হবে বাস্তবায়নযোগ্যতা, মেরিট, সময়োপযোগিতা ও সম্ভাব্য প্রয়োগ—এই মানদণ্ড অনুসারে। এ জন্য অনুষদের সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি স্বতন্ত্র মূল্যায়ন কমিটি গঠন করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডীন বলেন, প্রতিটি অংশগ্রহণই তাদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে নেবে এবং ভবিষ্যতে গবেষণা, প্রকল্প পরিচালনা ও উদ্ভাবনী কাজে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। এই কনফারেন্স শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!