AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০১:০৬ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫

রাজাপুরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠির রাজাপুরে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, এ প্লাস এবং এ গ্রেড অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাইপাস মোড় এলাকার ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্যালয়ের মূল ফটকে ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে রাজাপুর কাঠালিয়ার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যারিস্টার মঈন ফিরোজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ব্যারিস্টার মঈন ফিরোজীর সহধর্মিনী সাবরিনা সামাদ ফিরোজী এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আক্কাস সিকদার।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে—এই প্রত্যাশা করি।”

সাবরিনা সামাদ ফিরোজী বলেন, “এইচএসসিতে ভালো ফলাফল কেবল এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। আমরা হয়ত আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, তবে আপনাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।”

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার প্রমুখ।

শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে সংবর্ধনা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি আরও দায়িত্ববান ও অনুপ্রাণিত করেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!