জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাতজুড়ে ঢাকার বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের খবর আসে। পরিবেশ উপদেষ্টার বাসার সামনে, এনসিপি কার্যালয়ের সামনে, বাড্ডা, কেরানীগঞ্জসহ একাধিক স্থানে ককটেল নিক্ষেপ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর বাইরে কিশোরগঞ্জ, টঙ্গী ও ধামরাইয়েও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে।
রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা লক্ষ্য করে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
একই সময়ে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। উপস্থিত জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। সেগুনবাগিচার কর অঞ্চল-১০ অফিসের সামনে ও দারুসসালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পাশে একইভাবে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
মতিঝিলের টিএ–অ্যান্ড–টি বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনেও একই ধরনের বিস্ফোরণ ঘটে।
ফার্মগেটে রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করলে স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত ২টার দিকে মহাখালী তিতুমীর কলেজ গেটের সামনে ও আমতলী মোড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচতলায় আগুন লাগিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। আশপাশের লোকজন দ্রুত আগুন নেভায়, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একই রাতেই পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকায় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন গাছ কেটে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়ক অবরোধ করে। পুলিশ এসে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপে পথচারীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। পুলিশ ককটেলের আলামত সংগ্রহ করেছে।
ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পানি–বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক—সাগর ও নবীন—আহত হন। প্রথম বিস্ফোরণ ঘটে রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে এবং আরেকটি পৌর সুপার মার্কেটে।
রোববার বিকেলে বেতার বার্তায় মাঠ পর্যায়ের পুলিশকে ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা হলে হামলাকারীর বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, "আইন অনুযায়ীই এ নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ আইনের মধ্যেই দায়িত্ব পালন করবে।"
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

