রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাত দুষ্কৃতিকারী কার্যালয়ের সামনেই একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এখনও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
এর আগেও কয়েক দফায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

