ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার প্রাঙ্গণে ডাম্পিংয়ে রাখা পরিত্যক্ত একটি লেগুনায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লেগুনাটিকে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুইজন ব্যক্তি গাড়িটির গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান। ঠিক সেই সময় থানায় উপস্থিত এক নারী চিৎকার করলে তারা দ্রুত সটকে পড়ে।
ঘটনার পর থানার অভ্যন্তর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, যারা নিরাপত্তা দেবেন, তাদের থানার সামনে এমন ঘটনা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। কেউ কেউ এটিকে পরিকল্পিত নাশকতার সংকেত হিসেবে দেখছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

