শেরপুরের শ্রীবরদী প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি, মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও চারণ সাংবাদিক মরহুম রেজাউল করিম বকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর)প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীবরদী প্রেস ক্লাবের উদ্যোগে বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে কবর জিয়ারত, দোয়া এবং দুপুরে শ্রীবরদী পৌর এলাকার মুন্সি মফিজ উদ্দিন ইয়াতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রেজাউল করিম বকুলকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
চারণ সাংবাদিক রেজাউল করিম বকুল সাংবাদিকতার পাশাপাশি সুজন—সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

