ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)-এর ২০২৫–২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজন শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশরাত খানম মোহনা।
রবিবার (১৬ নভেম্বর) ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)-এর সাবেক সভাপতি ফাতিন ও সেক্রেটারি পূর্নিমা কবীর স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে সানজিদা পারভীন, সাদিয়া আক্তার এবং জান্নাত আলী দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহরিমা মেহের মিশু, তাসফিয়া নাকিব এবং আলী হোসেন কাজল। কোষাধ্যক্ষ হিসেবে নাঈমুর হাসান ও রোমানা আলম রিন্তি দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাহিদ হাসান, তাজরিন নাহার এবং রোমানা ইয়াসমিন নূরি।
অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামস বাজেজা আননানা ও অনন্যা পাল; সহকারী অফিস সম্পাদক জুনায়েদ হোসেন ও রোহান ফেরদৌস।
কমিউনিকেশন সম্পাদকে হিসেবে থাকছেন এএইচএম মহাইমিনুল মিশকাত এবং ইমন মল্লা। সহকারী কমিউনিকেশন সম্পাদক জাহিদ হাসান ও জুবায়ের।
প্রচার ও প্রকাশনা সম্পাদকে রেদয় সাহা এবং তার সহকারী হিসেবে নাদিম, রাসেল, সাব্বির হোসেন শুভ ও নিবেদিতা দায়িত্ব পেয়েছেন।
ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদকে শহানুর রহমান সোহান এবং সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন সুব্রিন, অরিত্র সাত্বার, নীপা ও শিফায়েত (৫৩)।
জনসংযোগ সম্পাদকে তৌকির কিবরিয়া ও মুশফিকুর রহমান নাঈম কমিটিতে স্থান পেয়েছেন। সহকারী আইটি সম্পাদক হিসেবে কাজল দেবনাথ, অথৈ, তানভীর, গালিব (৫৩) ও শ্রাবণ (৫৩) দায়িত্ব পালন করবেন।
আর্ট অ্যান্ড ক্র্যাফট সম্পাদকে শেমন্তি, সহকারী সম্পাদক সন্ধ্য, মোসা. শিখা মণি, প্রজ্ঞা লাবণী, সাদিয়া তাবাসসুম (৫৩) এবং নিশি (৫৩)।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কৃত্তিকা রায়, মো. আবিদ হোসেন সিয়াম, মো. আলী হোসেন, মাহমুদুল হাসান আকন্দ, আরাফ মাহমুদ, খালিদ, অনন্যা মজুমদার, ইশরাত ফারজানা, জরিন ফারজানা তোন্যা, নাদিয়া আহমেদ সনি, নাইম ইসলাম মল্লা, আল-আমিন, সুইটি রানি, সামিয়া মেহরিন ও ইস্তিয়াক আহমেদ।
উল্লেখ্য, সংগঠনের নীতিনির্ধারণী কাঠামো অনুযায়ী, নতুন কমিটি আগামী এক বছরের জন্য এনসিআইয়ের বিভিন্ন একাডেমিক, গবেষণা ও পরিবেশসংরক্ষণমুলক কার্যক্রম পরিচালনা করবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

