AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণহত্যার অভিযোগে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে মশাল মিছিল


Ekushey Sangbad
জাবি প্রতিনিধি
১২:৫৪ এএম, ১৭ নভেম্বর, ২০২৫

গণহত্যার অভিযোগে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে অদম্য-২৪ স্তম্ভের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়। 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনার গদিতে,  ‘খুনী হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’ ‘খুনি হাসিনার শাস্তি, দিতে হবে, দিতে হবে’ “We want Justice”, ‘বিচার বিচার বিচার চাই, খুনী হাসিনার বিচার চাই” স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সদস্য জিয়া উদ্দিন আয়ান বলেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছিল। সেই গণহত্যার সুস্পষ্টভাবে নির্দেশদাতা ছিল তৎকালীন সরকার, স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনা। যিনি এখন ভারতে কোনো এক গর্তে লুকিয়ে আছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই গণহত্যাকারীদের সাথে যারাই জড়িত ছিল তাদের বিচারকার্য পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল স্বাধীনভাবে কাজ করে এবং গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের বিচার নিশ্চিত করে। 

যারা এই গণহত্যার শিকার হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই গণহত্যার শিকার হওয়া এবং গত পনেরো বছর গুম, খুনের শিকার হওয়া পরিবারদের আবেদনের প্রেক্ষিতে খুনি হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় এবং যেই অভিযোগের প্রেক্ষিতে আগামীকাল রায় ঘোষণা করা হবে। খুনি হাসিনাকে দেশে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, বলেন আয়ান।
 

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!