রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
তিনি জানান, চন্দ্রিমা হাউজিংয়ের ওই বাসায় সহকর্মীদের সঙ্গে থাকতেন সাব্বির। সকালে সবাই নিজ নিজ কাজে বেরিয়ে যান। পরে তার কক্ষের দরজা বন্ধ দেখে সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে প্রবেশ করলে সাব্বিরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
ওসি বলেন, সহকর্মীরা সাব্বিরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু— তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ তদন্ত চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

