জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবারও বিভাগীয় শহরে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।
গত সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি এত স্বল্প সময় সম্ভব না। সাথে দেশের বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর কেন্দ্রীক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৬ সালের শুরু থেকেই গ্রহণের সুপারিশ করা হয়।’
ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘লজিস্টিক ও নিরাপত্তাগত কারণে এবারও ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনায় আনা হয়েছিল, তবে পর্যাপ্ত প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার মান নিয়ন্ত্রণের বিষয়গুলো পর্যালোচনা করে আগের নীতিই বহাল রাখা হয়েছে।’
এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদের রাজধানীর নিকটবর্তী সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ভর্তি পরীক্ষা দিতে হবে। এতে গত কয়েক বছরের মতো এবছরও পরীক্ষার্থী ও অভিভাবকদের নানা ভোগান্তির মুখে পড়তে হবে।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

