ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২.৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, জাটকা সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

