রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিস্ফোরণ ঘটানোর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে তাদের নেতাকর্মীরা আটক করেছে।
ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ। আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্সও ঘটনাস্থলে পাঠানো হয়।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “রাত ১১টার দিকে হঠাৎ দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে একজনকে ধরে ফেলে পুলিশে সোপর্দ করেছেন।”
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে এবং বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

